রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের অপরাধে এক যুবককে জেল-জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা, আনুমানিক সাড়ে ৬টার সময়, তারাগঞ্জ বাজার এলাকায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে লিয়ন (৩২) নামের ওই যুবককে আটক করা হয়। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের মৃত আব্দুল কাফির ছেলে।
পরে, ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা।
এনআই