যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সদর উপজেলার রাজারহাট এলাকার বিকে সিটি হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের ছাব্বির আহমেদের মেয়ে সকিনা আক্তার (৩০) এবং একই ক্যাম্পের বি ব্লকের ফজল আহমেদের মেয়ে শুকতারা (২০)।
জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান যশোরে প্রবেশ করেছে—এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজারহাটের বিকে সিটি হোটেলের সামনে অবস্থান নেন। এ সময় সন্দেহজনক ওই দুই নারীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে সকিনা ও শুকতারাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক পারভীন আখতার জানান, ১৪ হাজার পিস ইয়াবাসহ আটক দুই নারী রোহিঙ্গা। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে যশোরে এসেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এনআই