যশোরে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের যাত্রী প্রতিমা সরকার (৪৫) নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সাড়ে ৫টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সদর উপজেলার ইছালী ইউনিয়নের জগমহনপুরে সিদ্দিক পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রতিমা সরকার বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের স্বপন কর্মকারের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, প্রতিমা সরকার খাজুরা বাজার থেকে ইজিবাইকে চড়ে যশোর শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জগমহনপুরে সিদ্দিক পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে, পিছন থেকে যাত্রীবাহী একটি বাস ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় প্রতিমা সরকার ইজিবাইক থেকে সড়কের ওপর ছিটকে পড়ে। যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বারোবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবীর জানান, বাসচাপায় নিহত প্রতিমা সরকারের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় ব্যবহৃত বাস ও চালককে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
এনআই