এইমাত্র
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
  • ট্রাম্পের শুল্ক চাপ উপেক্ষা করে ইতিহাস গড়ল চীন, বাণিজ্য উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার
  • পেট্রোলের দাম প্রতি লিটারে প্রায় ৫ রুপি কমাচ্ছে পাকিস্তান
  • বন্ধ হয়ে গেল ইরান-যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ, বাড়ছে হামলার আশঙ্কা
  • বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
  • ৫ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট কোহলি
  • জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের
  • ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট
  • আজ বুধবার, ১ মাঘ, ১৪৩২ | ১৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ‘বিষাক্ত মদপানে’ রংপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

    ‘বিষাক্ত মদপানে’ রংপুরে মৃতের সংখ্যা বেড়ে ৮

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

    রংপুরে নেশার জন্য রেন্টিফাইড স্পিরিট পানের ঘটনায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে। সবশেষ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার জয়নুল আবেদীন রংপুর কেন্দ্রীয় কারাগারে মারা যান।

    মৃতদের মধ্যে বদরগঞ্জের বাসিন্দা ৪ জন, সদরে ৩ জন এবং হাজিরহাট থানা এলাকার একজন রয়েছেন।

    মৃতরা হলেন- আমিরুল, সোহেল, জেন্দার আলী, রাশেদুল ইসলাম, মালেক মিয়া, জয়নুল আবেদীন, মানিক চন্দ্র রায়, উলিয়ার রহমান।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সদর উপজেলার শ্যামপুর হাট এলাকায় মাদক ব্যবসায়ী জয়নুলের  নিকট থেকে  বিষাক্ত রেক্টিফাই স্পিরিট কিনে সেবন করেন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, একই এলাকার পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়াসহ আরও কয়েকজন।

    ওই রাতে বদরগঞ্জের আমিরুল ও সোহেল মৃত্যুবরণ করেন। একই সময়ে সদর উপজেলার সাহপুর এলাকার সহিদার রহমানের ছেলে জেন্দার আলী মারা যান। এর পরে সদর উপজেলার রাশেদুল ইসলাম নামে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া বদরগঞ্জ উপজেলা মালেক মিয়া নামে আরও একজনের মৃত্যু হয় সোমবার। সর্বশেষ  মঙ্গলবার রাতে রংপুর কেন্দ্রীয় কারাগারে জয়নুল আবেদীন মারা যান।

    এছাড়া মেট্রোপলিটন হাজিরহাট থানা এলাকার মানিক চন্দ্র রায় নামে একজনের স্পিরিট সেবনে মৃত্যু হয়। এসব মৃত্যুর ঘটনায় পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।

    অন্যদিকে এলাকাবাসী জানিয়েছে, সদর উপজেলার চন্দপাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের উলিয়ার রহমান ওই রাতে রেক্টিফাই স্পিরিট সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনা পুলিশের কাছে তথ্য গোপন করে মরদেহ গোপনে দাফন করা হয়। এই মৃত্যুর বিষয়টি পুলিশের রেকর্ডে নেই।

    বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার জয়নাল আবেদীন কারাগারে মারা যান। তার থানার অধীনের বিভিন্ন এলাকায় মোট ৪ জন মারা গেছে।

    এদিকে স্পিরিট পানে মৃত্যুর ঘটনা ও সংখ্যা নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালী থানার ওসি আব্দুল গফুর, হাজিরহাট থানার ওসি আজাদ রহমান মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে পৃথক মামলা দায়ের হয়েছে।

    রংপুর পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, স্থানীয় এক শ্রেণির হোমিওপ্যাথিক চেম্বার থেকে ওষুধগুলো সংগ্রহ করে থাকেন মাদক ব্যবসায়ীরা। নগরীর একটি হোমিও চেম্বারে অভিযানও চালিয়েছে গোয়েন্দা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। এ নিয়ে অভিযান অব্যাহত রয়েছে। থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…