পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুমোদনহীন ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযানে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুজন্ত কুমার রায় বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী হাকিমপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে আমিনুল হক (৪৮), একই এলাকার ময়নউদ্দীনের ছেলে মোসলেম উদ্দিন (৩৮) এবং মৌমারি হাকিমপুর এলাকার সোলেমান শেখের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩৮)।
পুলিশ সূত্র জানায়, অবৈধ সমাবেশ, সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীর ওপর হামলা, হুমকি এবং যৌথ অপরাধের অভিযোগে ইটভাটা মালিক মো. আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার পর রাতেই যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে সোমবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ একটি দল দণ্ডপাল ইউনিয়নের মৌমারি বাজার ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু। অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের একাধিক ইটভাটা থেকে শ্রমিকরা এসে সড়কে অবস্থান নেন এবং অভিযান বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন।
এ সময় শ্রমিকদের অবস্থানের কারণে প্রশাসনিক যানবাহন আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। তবে শ্রমিকদের তীব্র বাধার মুখে তখন অভিযান চালানো সম্ভব হয়নি। পরে অভিযানে অংশ নেওয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
এনআই