বিগ ব্যাশের প্রথম কোয়ালিফায়ারে সিডনি সিক্সার্সকে ৪৮ রানে হারিয়ে নবমবারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে পার্থ স্কোর্চার্স। এই জয়ের মাধ্যমে দলটি বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনালে ওঠার রেকর্ড গড়ল।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে পার্থ।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পার্থ স্কোর্চার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। দদলের ব্যাটাররা বড় স্কোর করতে পারেননি; সর্বোচ্চ ৪৯ রান আসে ওপেনার ফিন অ্যালেনের ব্যাট থেকে। ২৯ রান করেন দলনেতা অ্যাস্টন টার্নার এবং ২০ রান আসে ঝাই রিচার্ডসনের ব্যাট থেকে। বাকিরা বিশের ঘর পূর্ণ করতে পারেননি।
রান তাড়া করতে নেমে ৯৯ রানে অলআউট হয় সিডনি সিক্সার্স। ওপেনার স্টিভেন স্মিথ ২৪ বলে ৩৭ রান করলেও অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
পার্থের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন মাহলি বেয়ার্ডম্যান। দুটি করে উইকেট শিকার করেন কুপার কনোলি ও ডেভিড পাইনে।
আরডি