এইমাত্র
  • ফ্রান্সের ওপর ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
  • বিক্ষোভে জড়িতদের সম্পদ জব্দ করছে ইরান
  • রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত
  • হুজুরকে চেয়ার এগিয়ে দিলেন তারেক রহমান
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে জাল টাকা চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

    বরিশালে জাল টাকা চক্রের আরও এক সদস্য গ্রেপ্তার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

    গত এক সপ্তাহ আগে ডিবি পুলিশের হাতে জাল টাকা চক্রের চার সদস্য গ্রেপ্তার হলেও চক্রটিকে পুরোপুরি নির্মূল করতে তৎপরতা অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। সেই ধারাবাহিকতায় গভীর তদন্তের পর হৃদয় হাওলাদার (১৭) নামে ওই চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা সড়কের লোহারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হৃদয় পেশায় অটোরিকশা চালক এবং ওই এলাকার সফিক হাওলাদারের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহারপুল এলাকার অটোরিকশা মালিক সাব্বিরের গ্যারেজ ভাড়া পরিশোধ করতে গত রোববার (১৮ জানুয়ারি) রাতে নতুন ৫০ টাকার ১০টি নোট দেন হৃদয়। সোমবার সকালে ওই টাকা দিয়ে কিস্তি পরিশোধ করতে গেলে সেগুলো জাল বলে ধরা পড়ে।

    অটোরিকশা মালিক সাব্বির জানান, সোমবার রাতে হৃদয়ের কাছে জাল টাকার বিষয়ে জানতে চাইলে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে তাকে তল্লাশি করে ৫০ টাকার আরও ৯০টি জাল নোট উদ্ধার করা হয়। তাৎক্ষণিক গোয়েন্দা পুলিশকে খবর দিলে তারা এসে হৃদয়কে জাল টাকাসহ আটক করে।

    অভিযানিক দলের প্রধান এসআই মো. ফিরোজ আলম জানান, ধারণা করা হচ্ছে এর আগে বরিশাল থেকে গ্রেপ্তার হওয়া কিশোরদের জাল টাকা চক্রেরই সক্রিয় সদস্য হৃদয়। তাকে আটক করে মেট্রোপলিটন বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ চার কিশোরকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত হৃদয় ওই চক্রেরই অন্যতম সহযোগী।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…