চীনের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবরো শোলের ওপর আকাশসীমায় ‘অবৈধ অনুপ্রবেশ’ করা একটি ফিলিপিন্সের সরকারি বিমানকে সতর্ক করা ও সেখান থেকে সরিয়ে দিতে তারা নৌ ও বিমানবাহিনী মোতায়েন করেছে।
এক বিবৃতিতে চীনা সামরিক বাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ডের এক মুখপাত্র বলেন, ‘আমরা ফিলিপাইনের পক্ষকে অবিলম্বে চীনের অধিকার লঙ্ঘন বন্ধ করতে এবং উসকানি ও দায়িত্বজ্ঞানহীন প্রচারণা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে মন্তব্যের জন্য বেইজিংয়ে ফিলিপাইনের দূতাবাস, ফিলিপাইন কোস্ট গার্ড এবং ফিলিপাইন ন্যাশনাল মেরিটাইম কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
এবি