ময়মনসিংহের ত্রিশালে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তি উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ত্রিশাল পৌরসভা অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
ত্রিশাল মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম ও ত্রিশাল মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ওসমান গনি প্রমুখ। বক্তারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এনআই