ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনাকে কেন্দ্র করে অনেক সময় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়।
এ ছাড়া এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। জননিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন করতে সাইনবোর্ড এলাকার বিভিন্ন পরিবহনের কাউন্টার, গ্যারেজ, তুলার গুদামসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট অফিসার মো. আশফাকুল হক চৌধুরী জানান, মহাসড়ক দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালিত হবে।
এনআই