চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড় সংলগ্ন মাইক্রোস্ট্যান্ডের পেছনে পিডিবির একটি পরিত্যক্ত ভবন থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই পরিত্যক্ত ভবন থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি কুষ্টিয়ার আইলচারা এলাকার আনোয়ার খানের ছেলে মো. সাগর আলী (৫০)।
স্থানীয়রা জানান, সাগর আলী এলাকায় মাদকাসক্ত ও ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় তিনি সেখানেই অবস্থান করতেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক সময় ও কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এনআই