এইমাত্র
  • বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম আইসিসির
  • দেবীগঞ্জে ওয়ারিশ সনদ বিতর্ক: অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যানের প্রত্যয়ন
  • লক্ষ্মীপুরে সন্তানের পরিচয় শনাক্তে ৫ বছর পর কবর থেকে প্রবাসীর লাশ উত্তোলন
  • জরুরি বৈঠকে আইসিসি, সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ
  • এক সপ্তাহেই সিংহাসন হারালেন বিরাট কোহলি
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন মোট ভোটার সংখ্যা কত
  • জামায়াত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন, অভিযোগ বিএনপি প্রার্থীর
  • প্রায় আড়াই গুণ বাড়বে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন
  • মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের বিচার শুরু
  • বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন, আদালত বললেন ‘সময় নষ্ট’
  • আজ বুধবার, ৮ মাঘ, ১৪৩২ | ২১ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মানিকগঞ্জের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

    মানিকগঞ্জের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

    বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা তার নিজ কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন ।

    মানিকগঞ্জ–১ (আসন নং ১৬৮): বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আবু বকর সিদ্দিক পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক। বিএনপি মনোনীত এস এ জিন্নাহ কবির পেয়েছেন ধানের শীষ প্রতীক। গণঅধিকার পরিষদের মোহাম্মদ ইলিয়াস হোসেন পেয়েছেন ট্রাক প্রতীক। জনতার দলের মোহাম্মদ শাহজাহান খান পেয়েছেন কলম প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ খোরশেদ আলম পেয়েছেন হাতপাখা প্রতীক। স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল খান পেয়েছেন চেয়ার প্রতীক।

    মানিকগঞ্জ–২ (আসন নং ১৬৯): জাতীয় পার্টি (জাপা) মনোনীত এস. এম. আব্দুল মান্নান পেয়েছেন লাঙ্গল প্রতীক। বিএনপি মনোনীত মঈনুল ইসলাম খান (শান্ত) পেয়েছেন ধানের শীষ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী পেয়েছেন হাতপাখা প্রতীক। খেলাফত মজলিসের মোঃ সালাহ উদ্দিন পেয়েছেন দেওয়াল ঘড়ি প্রতীক।

    মানিকগঞ্জ–৩ (আসন নং ১৭০): এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা  পেয়েছেন ধানের শীষ প্রতীক। জাতীয় পার্টি (জাপা) মনোনীত আব্দুল বাসার বাদশা পেয়েছেন লাঙ্গল প্রতীক। স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন সূর্যমুখী ফুল প্রতীক। স্বতন্ত্র প্রার্থী মো আতাউর রহমান আতা পেয়েছেন ফুটবল প্রতীক। বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাঈদ নূর  পেয়েছেন রিক্সা প্রতীক। জাতীয় পার্টি–জেপির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ পেয়েছেন বাইসাইকেল প্রতীক। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোঃ শাহজাহান আলী পেয়েছেন মটরগাড়ি (কার) প্রতীক। স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছেন মোটরসাইকেল প্রতীক৷। ইসলামী আন্দোলন বাংলাদেশ সামসুদ্দিন পেয়েছেন হাত পাখা প্রতীক।

    আজকের এই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলো। প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। 

    এ দিকে নির্বাচন কমিশন সকল প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মেনে শান্তিপূর্ণ প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…