চাঁদপুর সদর উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণে ‘কম্বিং অপারেশন-২৬’ বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১১টি মশারি জাল ও ২টি বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে রোববার রাত থেকে সদর উপজেলার রনগোয়াল, হরিশভা, বহরিয়া ও গাজীরটেক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত জালগুলো
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মির্জা ওমর ফারুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী মৎস্য অফিসার মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী জামিল হোসেন, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং কোস্টগার্ড চাঁদপুরের সদস্যবৃন্দ।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “ইলিশসহ দেশীয় প্রজাতির ছোট মাছ, বিশেষ করে বেলেগুড়া রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।” সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল জেলেকে আইন মেনে মাছ আহরণের আহ্বান জানিয়েছেন এবং অবৈধ জাল ব্যবহার না করার জন্য সতর্ক করেছেন।
এনআই