চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নতুন মাদকদ্রব্য ‘ইসকাফ’ (Eskuf) উদ্ধার করেছে। এ সময় মাদক পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. নাজিম উদ্দিন আল আজাদ (পিপিএম-সেবা) সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার ভোর ৬টার দিকে দামুড়হুদা থানার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর বাজারপাড়া মসজিদের সামনে পাকা সড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টাকালে ডিবির ডিউটিরত একটি মাইক্রোবাসে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ডিবির আভিযানিক টিম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— রাজবাড়ীর লক্ষ্মীকোল এলাকার মৃত জব্বার সর্দারের ছেলে মো. সাইদুল সর্দার (৩৯) এবং রাজবাড়ী বিনোদপুরের কেয়াম উদ্দিন মল্লিকের ছেলে মো. শহীদুল ইসলাম (৩৫)।
প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৮৪০ বোতল নেশাজাতীয় ভারতীয় মাদকদ্রব্য ‘ইসকাফ’ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি রেড ওয়াইন রঙের প্রিমিও (Premio) প্রাইভেটকার (মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা), একটি বাটন মোবাইল ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এনআই