জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে অবৈধ কার্যক্রম রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নদীর তীরবর্তী একটি স্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে জাটকা আহরণের দায়ে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুইজন জেলে, প্রায় ১ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল এবং ২ কেজি জাটকা জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। পৃথক দুটি মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত স্থায়ী স্থাপনার মালামালসহ অন্যান্য সরঞ্জাম নৌ থানার হেফাজতে দেওয়া হয়েছে। জব্দ করা জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে আইনগত সহায়তা প্রদান করেন নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ ও তাঁর অধীনস্থ সদস্যরা। সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিউল আলম। এ সময় মো. সাদ্দাম হোসেন (অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জাটকা সংরক্ষণ ও নদীর পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এনআই