২০০৪ সালের অক্টোবরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় লিওনেল মেসির। এরপর কেটে গেছে ২১ বছর। ক্যারিয়ারের এই দীর্ঘ সময়জুড়ে অসংখ্য সতীর্থের সঙ্গে মাঠ ভাগ করেছেন এই আর্জেন্টাইন তারকা। যার ফলে জমেছে অসংখ্য স্মৃতি।
বার্সেলোনা অধ্যায় শেষ করে ফরাসি ক্লাব পিএসজি’তে যোগ দেন মেসি। সেখান থেকে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ১১৩৫ ম্যাচে ১৩০০ গোলে অবদান রেখেছেন মেসি।
ক্যারিয়ারের এই দীর্ঘ সময়ে অসংখ্য পুরষ্কার আর কীর্তি গড়েছেন লিও। তার এই ২১ বছরের দীর্ঘ যাত্রায় সবচেয়ে বেশি ম্যাচ তার পাশে কে ছিলেন কিংবা কোন ফুটবলার মেসির সতীর্থ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে যেতে হবে একটু পেছনে। ২০০৮-০৯ মৌসুমে মাত্র ২০ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস। এরপর থেকেই মেসির সাথে তার অন্যরকম এক সম্পর্ক গড়ে ওঠে। একসঙ্গে তারা দলকে নতুন উচ্চতায় নিয়ে যান, মাঠে বছরের পর বছর ধরে প্রতিযোগিতামূলক মান ধরে রাখেন এবং আর্জেন্টাইন অধিনায়কের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে অনুপ্রেরণা জোগান
২১ বছরের ক্যারিয়ারে মোট ৬৪৯ ম্যাচে মেসির একই জার্সিতে মাটে নেমেছেন বুস্কেটস। মেসি–বুস্কেটস জুটি বার্সেলোনার ইতিহাসে অন্যতম সেরা জুটি। লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ সব জায়গায় তারা নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ার ছাপ রেখে গেছেন। বর্তমানে মেসির সাথে ইন্টার মায়ামিতেই খেলছেন ।
এই তালিকায় আছেন মেসির আরও দুই সাবেক বার্সা সতীর্থও। জেরার্ড পিকে’র সঙ্গে মেসি মাঠে নেমেছেন ৫০৬ ম্যাচে এবং আন্দ্রেস ইনিয়েস্তার সাথে খেলেছেন ৪৮৯ ম্যাচ।
তালিকার চার নম্বরে আছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার জর্দি আলবা। তিনি মেসির সঙ্গ দিয়েছেন ৪১৯ ম্যাচে। আর আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সাবেক সতীর্থ ও বর্তমান ইন্টার মায়ামি কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো খেলেছেন ৪১৪ ম্যাচ।
আরডি