কক্সবাজার টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন বঙ্গোপসাগর থেকে মাছ শিকারত অবস্থায় দুটি ট্রলারসহ বাংলাদেশী ১২ জন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালের দিকে সেন্টমার্টিনের অদূরে এ ঘটনাটি ঘটেছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা বলেও গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জেলেরা।
তথ্য নিয়ে জানা গেছে, সেন্টমার্টিন ইউনিয়নের অন্তর্গত পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা ইলিয়াছের একটি ট্রলারসহ ৬ জন এবং একই ইউনিয়নের বাজারপাড়া এলাকার বাসিন্দা নুর আহমদ একটি ট্রলারসহ ৬ জন জেলে ছিলেন। সর্বমোট দুটি ট্রলারসহ ১২ জন জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি।
এবিষয়ে জানতে চাইলে, সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মো.আজিম সময়ের কণ্ঠস্বরকে বলেন, গত কয়েক মাস ধরে সাগরে স্থানীয় জেলেদের উপর মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লাগাতার তান্ডবে স্থানীয় জেলেরা দিশেহারা হয়ে পড়েছে।
অনেক ফিশিং ট্রলারের মাঝিমাল্লারা আটক হওয়ার ভয়ে সাগরে মাছ শিকার করা বন্ধ করে দিয়েছে। জেলে পরিবারে সদস্যরাও প্রতিনিয়ত আতংকের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশী জেলেদের ধরে নিয়ে যাওয়ার পর তাদের হাতে পরিচালিত একটি ফেইসবুক আইডি থেকে মিয়ানমার জলসীমা অতিক্রম করার অপরাধে বাংলাদেশী ফিশিং ট্রলারসহ আটক করেছে বলে পোস্ট দিয়ে আসছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৮ নভেম্বর টেকনাফ পৌরসভা কাইয়ুকখালী ফিশিং ঘাঁটের আওতাদ্বীন দুটি ট্রলারসহ ১৬ জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল।
গত কয়েক মাসের ব্যবধানে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে এই পর্যন্ত বর্তমানে উক্ত বাহিনীর হাতে দেড় শতাধিকের উপরে বাংলাদেশী জেলে আটক রয়েছে।
এইচএ