আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলো বাংলাদেশ। তিন পেসারকে নিয়ে একাদশ সাজিয়েছে লাল সবুজরা। বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান।
চট্টগ্রামে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের একাদশে স্পিন ইউনিটে আছেন রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। সাথে পেস ইউনিটে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবের সাথে শরিফুল ইসলাম। ওপেনিংয়ে যথারীতি তানজিদ হাসান তামিমের সাথে পারভেজ হোসেন ইমন, তিনে আছেন সাইফ হাসান। চার নম্বরে অধিনায়ক লিটন দাস।
আইরিশ একাদশেও তারকার ছড়াছড়ি। কার্টিস ক্যাম্ফার, লরকান টাকারদের সাথে অধিনায়ক পল স্টার্লিং টি-টোয়েন্টিতে দারুণ উজ্জ্বল। ওপেনিংয়ে স্টার্লিংয়ের সাথে থাকছেন টিম টেক্টর। এছাড়াও জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, জশ লিটলদের নিয়ে একাদশ সাজিয়েছে আয়ারল্যান্ড।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, রি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি।