এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ইটনায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

    ইটনায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

    কিশোরগঞ্জের ইটনায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে মোশারফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের সোয়াইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে শ্যালোমেশিন চুরির অভিযোগে দুইপক্ষের বাকবিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের দেশি অস্ত্রের আঘাতে মোশারফ হোসেন গুরুতর আহত হন। ঘটনার পরপরই আহত মোশাররফের আত্মীয়-স্বজন তাকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সারোয়ার হোসেন রনি জানান, ‘সকালে ইটনা থেকে আহত মোশাররফ হোসেনকে তার আত্মীয়-স্বজন হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারি, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক আমরা ঘটনাটি পুলিশকে অবহিত করেছি।

    ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…