গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসা প্রাঙ্গণে সহপাঠীর ছুরিকাঘাতে ছয় ছাত্র গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে অনেককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মোহাম্মদ সিয়াম (১৫) বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের শাহজাহানের ছেলে। সে মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
ঘটনায় আহতরা হলেন, মো. লিয়ন, মো. মহিউদ্দিন মুহিন, মো. নাজিম, রিফাত (১), রিফাত (২) এবং নিলয়। এদের প্রত্যেকে একই মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগের দিন ক্লাসরুমে সিয়ামের বাকবিতণ্ডার জেরে দশম শ্রেণীর ছাত্রদের সঙ্গে মতবিরোধ হয়। শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সবাইকে বাড়ি পাঠিয়ে দেন।
কিন্তু পরদিন দুপুরে সিয়াম ছুরি নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে। দশম শ্রেণির ছাত্রদের পরীক্ষা শেষ হওয়ার পর তারা কক্ষ থেকে বের হলে সিয়াম হঠাৎ এলোপাতারি ছুরি চালাতে থাকে। বাধা দিতে গেলে আরও তিন শিক্ষার্থী আহত হন।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, ‘অভিযুক্তকে ধরতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
আরডি