রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তীএলাকায় বৃহস্পতিবার বিকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৩ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পটি ছিল ‘আফটার শক’।
ভূমিকম্পের পর সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এ কথা জানায়।
বড় ভমিকম্পের পর এক বা একাধিক মৃদু ভূমিকম্প হওয়াকে ‘আফটার শক’ বলা হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জাানিয়েছেন, এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।
এফএস