চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোমুখি দুই মোটরবাইকের সংঘর্ষে মো. হাফিজ (৩০) এবং মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোঃ ইয়াছিন (২০) এবং আব্দুল্লাহ আল নোমান (২৫) নামে পুলিশের এক সদস্য সহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন।
নিহত পুলিশ সদস্য সাইফুল ইসলাম খাগড়াছড়ির মানিকছড়ি থানায় কর্মরত ছিলেন। অন্য নিহত ব্যক্তি ও আহতদের বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনো পূর্ণ তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইন্দং এলাকায় বিপরীত দিক থেকে আসা দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মো. শাহাবুদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।”
এনআই