এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভাঙ্গুড়ায় আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

    ভাঙ্গুড়ায় আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

    পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শের ফলে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে ধান কাটা ও মাড়াইয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠজুড়ে ধান কাটা, মাড়াই এবং খড় শুকানোতে ব্যস্ত সময় পার করছেন। মাঠের প্রতিটি প্রান্তে ধান কাটার যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে কৃষকের পরিশ্রম ও আশার প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠছে। সোনালি শীষ ঘরে তুলেই তারা আগামী মৌসুমের জন্য নতুন স্বপ্নে বুক বাঁধছেন।

    ভাঙ্গুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ৬৬০ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত উপজেলায় ৭০ শতাংশ ধান কাটা হয়েছে। আমন ধান ঘরে তুলে সরিষা চাষের জন্য কৃষকেরা দ্রুত ধান কাটছেন।

    কৃষকেরা জানান, আমন রোপণের পর ধান গাছে নানা পোকার আক্রমণ থাকলেও চলতি মৌসুমে ফলন ভালো হয়েছে। বর্তমান বাজারে দামও মোটামুটি ভালো। অনেক কৃষক ধান ঘরে তোলা শেষ করেছেন, আবার অনেকেই শেষ পর্যায়ে আছেন। বিশেষ করে গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশে কৃষকেরা ধান গোলায় তুলছেন।

    ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা এলাকার কৃষক শহীদুল ইসলাম বলেন, “এ বছর ফসল ভালো হয়েছে। আমার পরিবারের সবাই মিলে ধান রোদে শুকিয়ে গোলায় তুলছি। কয়েক দিনের মধ্যে ধান ঘরে তোলা শেষ হবে।”

    ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান সময়ের কণ্ঠস্বরকে বলেন, “এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দামও ভালো আছে। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সময়মতো পরামর্শ দেওয়ায় কৃষকদের তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…