যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে সেখানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। জরুরি বিভাগের প্রবেশদ্বারে কে বা কারা যুবকের লাশ ফেলে পালিয়েছে—তা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রাহুল কুমার ঘোষ জানান, গেটের সামনে ভেজা শরীরে ওই যুবক পড়ে ছিলেন। অ্যাম্বুলেন্স চালক ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, তিনি ইতোমধ্যেই মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মনির হোসেন বলেন, জরুরি বিভাগের পকেট গেটের সামনে অজ্ঞাত যুবকের লাশ পড়ে ছিল। কে বা কারা সেখানে লাশটি ফেলে পালিয়ে গেছে। তার পুরো শরীর ভেজা ছিল। গায়ে ছিল আকাশী রঙের টি-শার্ট এবং পরণে লুঙ্গি। তার পরিচয় শনাক্ত করতে পিবিআই কাজ করছে।
স্থানীয়রা জানান, জরুরি বিভাগের সামনে লাশ ফেলে পালানোর ঘটনাটি রহস্যজনক। লাশটি বহনকারী ব্যক্তিদের শনাক্ত করা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি শুনেছি। এর বেশি কিছু এখনো জানা নেই।”
এনআই