এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে অস্ত্র হাতে যুবকের ছবি ভাইরাল

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪২ এএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪২ এএম

    ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে অস্ত্র হাতে যুবকের ছবি ভাইরাল

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪২ এএম

    পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডলসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঠিক তখনই আগ্নেয়াস্ত্র হাতে এক যুবকের প্রকাশ্যে গুলিবর্ষনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। প্রশ্ন উঠে কে সেই যুবক?

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার প্রত্যন্ত গ্রাম চরগড়গড়ির যগির মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    দুই পক্ষের সংঘর্ষ চলাচলে এক যুবককে অস্ত্র হাতে গুলিবর্ষণ করতে দেখা যায়। গুলিবর্ষণের এ ছবি মূহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

    বিএনপি-জামায়াত দুই দলের নেতাকর্মীরা অস্ত্রহাতে থাকা এই যুবকের ছবি ফেসবুকে পোস্ট করে তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নানান ধরনের মন্তব্য লিখেছেন।

    বিএনপি নেতাকর্মীরা এই যুবককে জামায়াত-শিবিরের কর্মী দাবি করলেও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের দাবি এ যুবক বিএনপির কর্মী।

    পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল বলেন, ‘আমাদের নেতাকর্মীদের কারো কাছে কোন অস্ত্র ছিল না। আমরা অস্ত্রের রাজনীতি করি না। আমাদের উপর বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে আমাদের অর্ধশতাধিক নেতার্কমীকে আহত করেছে। এদের মধ্যে বেশ গুরুতর আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অস্ত্রধারী কোন যুবক শিবির-জামায়াতের কর্মী হতে পারে না।’

    সাহাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মক্কেল মৃধা জানান, ‘অস্ত্রধারী ওই যুবক জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসী। সে আমাদের নেতাকর্মীদের উপর একাধিক গুলিবর্ষণ করে। এতে আমাদের নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

    তিনি ওই যুবকের পরিচয় নিশ্চিত করে বলেন, অস্ত্র হাতে থাকা যুবকের নাম তুষার হোসেন। সে ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেব মন্ডলের বাড়িও ভেলুপাড়া গ্রামে। তুষার তার নিকটতম প্রতিবেশী এবং সবসময় তালেব মন্ডলের সঙ্গেই থাকেন।’

    এ বিষয়ে জানতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    তবে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘ছবিটি আমরাও দেখেছি। তাকে শনাক্তকরণে পুলিশ কাজ করছে। গতকালকের ঘটনায় এ পর্যন্ত কোন লিখিত অভিযোগও পায়নি। ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন করা রয়েছে।’

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…