চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খইয়াছড়া গ্রামের ভেন্ডরপাড়া এলাকার কলিমুল্লাহ ভেন্ডর বাড়ির মোহাম্মদ হানিফের ঘরে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতদল দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। ঘরের কর্তা হানিফকে গামছা দিয়ে হাত, মুখ ও চোখ বেঁধে রাখে। এরপর তাঁদের বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।
ঘটনার বিবরণ দিয়ে মোহাম্মদ হানিফ বলেন, ‘রাতে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়লে দরজার বাইরে শব্দ শুনতে পাই। সামনের কক্ষের লাইট জ্বালিয়ে খেয়াল করি দরজার বাইরে কেউ চলাচল করছে। রড দিয়ে দরজার তালা ভাঙ্গার চেষ্টা করছে। আমরা তখন ডাকাত ডাকাত বলে চিৎকার করি। কিছু বুঝে উঠবার আগেই দ্রুত মুখে মুখোশ ও পরনে শর্ট প্যান্ট পড়া ডাকাতদল ঘরে ঢুকে আমাদের জিম্মি করে, আমাকে রড দিয়ে আঘাত করে।’
হানিফ বলেন, ‘পরবর্তীতে ডাকাতদলের সদস্যরা গামছা দিয়ে আমার চোখ হাত পা বেধে ফেলে। দেশীয় অস্ত্র ধরে আমার স্ত্রীর কছে থেকে আলমিরার চাবি নেয়। আমার ছোট বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়। তারা আমার ঘরে থাকা আনুমানিক ৬ ভরি স্বর্ণ, নগদ ১৫ হাজার টাকা, ৩ টি মুঠোফোন নিয়ে যায়। ঘরের ভেতর ৬ জন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল।’
জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘ডাকাতির ঘটনার বিষয়ে অবগত নই। আমি এখনই পুলিশের টিম পাঠাচ্ছি। আমরা খইয়াছড়া ইউনিয়নে আলাদা টিম রেখেছি পুলিশের। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ডাকাত নিয়ন্ত্রণে।’
এসএম