শরীয়তপুর জেলায় প্রথমবারের মতো নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন যশোরের বর্তমান পুলিশ সুপার রওনক জাহান। সরকারের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৬৪ জেলায় নতুন এসপি পদায়নের অংশ হিসেবে তাকে শরীয়তপুরে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি পদ্ধতিতে পুলিশ সুপারদের নাম নির্বাচন করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রদবদলের বিষয়টি জানানো হয়।
রওনক জাহান বিসিএস(পুলিশ) ২৭তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি যশোর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা।
এসএম