তিন বছর আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে হতাশা নিয়ে ফিরতে হয়েছিলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। তবে এবার আর হতাশা নয়। কাতার থেকে ঠিকই বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরেছে পর্তুগাল। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পর্তুগালের ‘ছোট’রা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় অবস্থিত খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ৩২তম মিনিটে আনিসিও কাবরালের একমাত্র গোলই পর্তুগালের প্রথম শিরোপা নিশ্চিত করে।
জয়ের পরপরই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলোয়াড়দের গ্রাফিকস করা ছবির নিচে লেখেন, ‘জায়ান্টস! অভিনন্দন, বিশ্বচ্যাম্পিয়নরা!’
ফাইনালে গোল করে পর্তুগালকে ট্রফি জেতানো কাবরাল টুর্নামেন্টে গোল করেছেন ৭টি। অপরদিকে অস্ট্রিয়ার হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ফাইনালে আসেন জোহানেস মোসার। যার গোল সংখ্যা ছিল আট। তবে ফাইনালে তার গোল পাওয়া হয়নি।
পুরো ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পরিসংখ্যানেও দুই দল ছিল প্রায় সমান। অস্ট্রিয়া ১৫টি ও পর্তুগাল ১৪টি গোলের সুযোগ তৈরি করে। অন টার্গেট শটে অস্ট্রিয়া এগিয়ে ছিল ৫-৪ ব্যবধানে।
ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান ও সাবেক আর্সেনাল কোচ আরসেন ভেঙার কাতারে অনুষ্ঠিত ৪৮ দলীয় প্রথম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে “ফুটবলের স্বর্গ” হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট বিশ্ব ফুটবলে পরিবর্তন আনবে। আমরা চাই প্রতিটি ফুটবল ফেডারেশন যুব উন্নয়নে আরও গুরুত্ব দিক। এই প্রতিযোগিতা সেটিই উৎসাহিত করবে।’
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসে এবারের আসরই সবচেয়ে বড়। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ১০০ ম্যাচে গোল হয়েছে ৩০০–এর বেশি।
সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল, পর্তুগাল, অস্ট্রিয়া ও ইতালি। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে পর্তুগালের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। অপর সেমিফাইনালে অস্ট্রিয়ার কাছে ২-০ গোলে হারে ইতালি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় ইতালি।
অর্থাৎ সাফল্যের ক্রম অনুযায়ী, এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে শীর্ষ তিনটি দলই ইউরোপের—পর্তুগাল, অস্ট্রিয়া ও ইতালি। আর্জেন্টিনা শেষ ৩২ দলের লড়াইয়ে মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়। শেষ ষোলোয় সেই মেক্সিকোকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে ওঠে পর্তুগাল।
উল্লেখ্য, গত জুনে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছে পর্তুগাল। ইউরোপ জয়ের পর এবার বিশ্বকাপও জিতে নিল পর্তুগালের ছোটরা।
এসএম