এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    ৭ দেশে আজ পুনরায় চালু হতে পারে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

    ৭ দেশে আজ পুনরায় চালু হতে পারে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
    ছবি: সংগৃহীত

    ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় ৭টি দেশে সাময়িকভাবে স্থগিত থাকা প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুক্রবার (২৮ নভেম্বর) পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    দেশগুলো হলো— বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসির আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সেলিম আহমদ খান বলেন, ‘শুক্রবার সকালেই অ্যাপটি আবার চালুর চেষ্টা চলছে। ছুটির দিনে প্রবাসীরা যাতে সুযোগ নিতে পারেন—সেজন্যই আমাদের এই উদ্যোগ।’

    তিনি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর অনেক প্রবাসী ভুল ডাক ঠিকানা দিয়েছেন। সঠিক ঠিকানা না থাকায় ডাক ব্যালট পৌঁছে দেওয়া সম্ভব নয়। বিষয়টি নজরে আসার পর সাত দেশে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করা হয়।

    ইসি জানায়, সংশ্লিষ্ট সাত দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর সঙ্গে আলোচনা করে প্রচার-প্রচারণা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আবেদনকারীরা সঠিক ঠিকানা প্রদান করেন। ঠিকানা যাচাই সম্পন্ন হলে আগামী সপ্তাহের শেষে ডাক বিভাগের মাধ্যমে ডাক ব্যালট পাঠানো শুরু হবে।

    ব্রিফিংয়ে ইসি জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে একই দিনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও জুলাই চার্টার গণভোট অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এতে বিপুলসংখ্যক প্রবাসী ভোটার যুক্ত হবেন বলে ইসি আশা করছে।

    ইসির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত মোট ৫৮,৫৬৩ জন প্রবাসী অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৪৯,৭৭৭ জন পুরুষ ও ৮,৭৮৬ জন নারী।

    সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে যুক্তরাষ্ট্র থেকে (১০,৯৫৬)। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া (৯,০২৮), জাপান (৬,৩৩৫), কানাডা (৬,১৮৭), অস্ট্রেলিয়া (৫,৫৭০), দক্ষিণ আফ্রিকা (৪,৩৩০) ও সিঙ্গাপুর (২,৪০৪)।

    জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ১২,৪১১ জন প্রবাসী ঢাকা জেলায়, এরপর কুমিল্লা (৪,৩৪০), নোয়াখালী (৩,৭৫১), চট্টগ্রাম (৩,৬৪৫) ও সিলেট (৩,২১৯) থেকে ভোট দেবেন।

    এটি দেশের প্রথম হাইব্রিড পোস্টাল ব্যালটিং সিস্টেম, যার মাধ্যমে বিশ্বের ১৪৩ দেশে থাকা প্রায় ৫০ লাখ প্রবাসীর জন্য ডাকভোটের সুযোগ তৈরি হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…