যুক্তরাষ্ট ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ‘তৃতীয় বিশ্বের দেশ’ বলতে তিনি ঠিক কাদের বুঝিয়েছেন সেটি উল্লেখ করেননি।
শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করার সুযোগ করে দিতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।’
মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে আরও লিখেছেন, জো বাইডেনের আমলে দেওয়া ‘লাখ লাখ’ অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নন, এমন যে কাউকে দেশ থেকে বের করে দেওয়া হবে।
এছাড়াও অভিবাসীদের জন্য সকল সরকারি সুবিধা ও ভর্তুকি বন্ধ করার কথাও বলেছেন ট্রাম্প। একইসঙ্গে তিনি জানান, ‘ঘরোয়া শান্তি নষ্টকারী’ নাগরিকদের নাগরিকত্বও বাতিল করা হবে।
ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর বন্দুকধারীর হামলার পরদিনই এই ঘোষণা দিলেন ট্রাম্প। একইসঙ্গে তিনি এই ঘটনাকে বাইডেন আমলের ‘ভুল ভেটিং প্রক্রিয়া’র ফল বলে দাবি করেছেন।