বলিভিয়ার কোপা বলিভিয়ার কোয়ার্টার ফাইনালে ফুটবলের ইতিহাসে বিরল এক ঘটনা ঘটেছে। ব্লুমিং ও রিয়াল ওরুরো ম্যাচে মোট ১৭ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন।
প্রথম লেগে ব্লুমিং ২–১ গোলে জিতেছিল। সেমিফাইনালে উঠতে হলে ওরুরোকে জিততে হতো, আর ব্লুমিং ড্র করলেই চলত। কিন্তু ম্যাচ শেষ হয় ২–২ ফলে। ম্যাচের শেষ বাঁশির পরই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম এল পোতোসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়। ওরুরোর তারকা সেবাস্তিয়ান জেবায়োসকে প্রতিপক্ষ ধরে রাখার চেষ্টা করলেও তিনি ছুটে গিয়ে অন্য খেলোয়াড়দের ধাক্কা দেন। তার সতীর্থ হুলিও ভিলাওও উত্তেজিত ছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কোচ মার্সেলো রোব্লেদোও ধাক্কা খেয়ে মাটিতে পড়েন। কাঁধ ও মাথায় আঘাত পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মাঠে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় প্রায় ২০ পুলিশকে হস্তক্ষেপ করতে হয়, টিয়ার গ্যাসও ব্যবহার করা হয়। ব্লুমিং কোচ মাউরিসিও সোরিয়া খেলোয়াড়দের দ্রুত ড্রেসিং রুমে পাঠিয়ে পরিস্থিতি সামলান।
সরকারি রিপোর্ট অনুযায়ী, ব্লুমিংয়ের সাতজন ও ওরুরোর চারজন খেলোয়াড় লাল কার্ড পান। দুই দলের কোচ ও সহকারীও কার্ড পান, ফলে মোট লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ১৭।
ম্যাচের উত্তেজনার কারণে ব্লুমিংয়ের ছয়জন খেলোয়াড় পুরো টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হন। এদের মধ্যে রয়েছেন গ্যাব্রিয়েল ভালভের্দে, রিশেট গোমেজ, ফ্রাঙ্কো পস্সে, রবার্তো মেলগার, সিজার রোমেরো এবং লুইস সুয়ারেজ।
আরডি