এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

    আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

    যুক্তরাষ্ট্র থেকে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় তাদের বহনকারী বিশেষ সামরিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ব্র্যাকের পক্ষ থেকে তাদের জরুরি সহায়তা এবং পরিবহন সুবিধা প্রদান করা হয়।

    ফেরত আসাদের মধ্যে ২৬ জন নোয়াখালীর, এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুর থেকে দুইজন করে, আর চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদী থেকে একজন করে রয়েছেন। চলতি বছরে এর আগে যুক্তরাষ্ট্র থেকে ১৮৭ বাংলাদেশি ফেরত পাঠানো হয়েছে।

    ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের বরাতে জানা যায়, ফেরত আসা ৩৪ জন ব্রাজিল গিয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর ছাড়পত্র নিয়ে তারপর মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেন। বাকি পাঁচজনের মধ্যে তিনজন দক্ষিণ আফ্রিকা থেকে এবং দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মার্কিন প্রশাসন তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

    বিমানবন্দর সূত্র জানায়, এর আগে ফেরত আসা বাংলাদেশিদের হাতকড়ি ও শেকল ব্যবহার করা হলেও শুক্রবারের ফ্লাইটে তা প্রয়োগ করা হয়নি।

    এর আগে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রশাসন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করেছে। চলতি বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ জন, ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও অন্তত ৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। ২০২৪ সালের শুরু থেকে আগস্ট পর্যন্ত ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।

    মার্কিন আইন অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়া থাকা অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশ অনুযায়ী দেশে ফেরত পাঠানো হয়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে আইসিই তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে। সাম্প্রতিক সময়ে এই প্রক্রিয়া দ্রুত করার কারণে চার্টার্ড ও সামরিক ফ্লাইট ব্যবহার বেড়েছে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…