আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুক্রবার বেলা সাড়ে সাড়ে ৩টা পর্যন্ত ৭২ হাজার ৩৭৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারীর মধ্যে ৬০, ৯৩৫ জন পুরুষ এবং ১১,৪৪৩ জন নারী ভোটার। দেশভিত্তিক সংখ্যার মধ্যে যুক্তরাষ্ট্র ১৪,৫৪২, দক্ষিণ কোরিয়া ৯,০৯৫, কানাডা ৭,১৯৫, জাপান ৬,৪৯২, অস্ট্রেলিয়া ৬,২৭৫ এবং দক্ষিণ আফ্রিকা ৪,৫০৬।
প্রবাসী ভোটারদের জন্য প্রথমবার চালু হওয়া অ্যাপে সৌদি আরবসহ সাতটি দেশে ঠিকানা ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে নিবন্ধন সাময়িকভাবে বন্ধ ছিল। তবে ইসি আশা করছে আজ থেকে পুনরায় সেগুলো চালু হবে।
ইসি সচিবালয়ের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, সাত দেশে পুনরায় নিবন্ধন কার্যক্রম চালুর চেষ্টা চলছে। কমপক্ষে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দিতে হবে। সঠিক ঠিকানা না দিলে ব্যালট পৌঁছানো সম্ভব হবে না।
অ্যাপের মাধ্যমে বিশ্বের সকল দেশের প্রবাসী ভোটারের জন্য নিবন্ধন প্রক্রিয়া এখন উন্মুক্ত। কমিশনের ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২:০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন করা যাবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। পরে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। এখন বিশ্বের যেকোন প্রান্ত থেকে প্রবাসীরা যেকোনো সময় নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারী বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশাবলি দেখতে পারবেন।
আরডি