চীনের চংকিংয়ে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৭ বাছাই পর্বে বাংলাদেশের দুরন্ত যাত্রা অব্যাহত আছে। আজ বাহরাইনকে ২–১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ফয়সাল বাহিনী। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন বায়েজিদ ও মানিক।
চার ম্যাচে সমান চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ। স্বাগতিক চীন আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে তাদেরও পয়েন্ট হবে ১২। ফলে ৩০ নভেম্বর বাংলাদেশ–চীন ম্যাচটি হয়ে উঠবে গ্রুপের অঘোষিত ফাইনাল।
চীন যদি আজ জেতে, তবে পরের ম্যাচে ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। কারণ গোল ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। আর বাংলাদেশ জিতলে নিশ্চিতভাবেই জায়গা করে নেবে আগামী বছরের মূলপর্বে।
এর আগে তিমুরলেস্তে, শ্রীলঙ্কা ও ব্রুনাইয়ের বিপক্ষে সহজ জয়ের পর আজ বাহরাইনের মুখোমুখি হয়ে বেশ লড়াই করতে হয়েছে বাংলাদেশকে।
প্রথমার্ধে ফ্রি–কিক ও কর্নার থেকে একাধিক সুযোগ পেলেও গোল আসেনি। ২০ ও ২৮ মিনিটে রিফাত কাজীর দুটি সুযোগ হাতছাড়া হয়। ৩৪ মিনিটে অসাধারণ সেভ করেন বাংলাদেশের গোলরক্ষক, এরপর ডিফেন্ডার কামাল গোললাইন থেকে বল সরিয়ে দলকে রক্ষা করেন।
৪৭ মিনিটে মানিকের ক্রস থেকে রিফাতের শট ফেরান বাহরাইনের গোলরক্ষক। তবে ৫৯ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো–ইন ক্লিয়ার করতে ব্যর্থ হলে বায়েজিদ বল পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন।
৬৫ ও ৬৮ মিনিটে রিফাতের আরও সুযোগ তৈরি হলেও বাহরাইনের গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোল হয়নি।
৭২ মিনিটে আসে বাংলাদেশের দ্বিতীয় গোল। ফয়সালের দারুণ পাস থেকে বল নিয়ন্ত্রণে এনে দূরপাল্লার চমৎকার শটে গোল করেন মানিক। ৮৫ মিনিটে হোসেন জুবায়ের বাহরাইনের পক্ষে ব্যবধান কমান। তবে শেষ দিকে সতর্ক ফুটবল খেলে ২–১ গোলের জয় ধরে রাখে বাংলাদেশ।
আরডি