ইদানীং পিআরপি চিকিৎসার কথা অনেক শোনা যায়। এই পিআরপি কী, আর কেনই–বা ব্যবহৃত হয়? পিআরপি হলো প্লাটিলেট রিচ প্লাজমা, যা রক্তের বিশেষ প্রক্রিয়াজাত অংশবিশেষ। বলা হয়, এতে যেসব উপাদান থাকে, তা নতুন কোষ তৈরির পাশাপাশি পুরোনো কোষগুলোকে উজ্জীবিত করে এবং এরই ভিত্তিতে এটি মানবদেহের বিভিন্ন অংশের, যেমন ত্বক, চুল, অস্থিসন্ধি, মাংসপেশির আঘাত, টেন্ডনের আঘাত, পুরোনো ক্ষতের চিকিৎসায় উপকার করে থাকে।
জটিল ব্যথা: অনেক রুগী প্রায়ই অভিযোগ করেন, তাদের শরিরে দীর্ঘসময় পুরাতন ব্যথা বাসা বেঁধেছে, কোন কিছুতেই সারছে না কিন্তু ব্যথার বাসা বাঁধা, এও কি সম্ভব? হ্যাঁ সম্ভব । যে ব্যথা শরিরের বিভিন্ন স্থান যেমন কাঁধে, কোমরে, ঘাড়ে, কনুতে, রিস্টে, হাঁটুতে, হিপে, এঙ্কেলে, হাতে পায়ে মাসের পর মাস বছরের পর বছর অবস্থান নেয়, এই ধরণের ব্যথাকে রুগীরা তাদের শরিরে বাসা বাঁধা জটিল ব্যথা বলে মনে করেন।
জটিল ব্যথার উপসর্গ: ব্যথার কারণে রুগিদের শারীরিক, মানসিক কষ্টের পাশাপাশি তাদের চলাচল, কর্মক্ষমতা হ্রাস পায় । এমনকি এই ধরণের রুগীরা নানাবিধ চিকিৎসা করেও যখন কাঙ্ক্ষিত উপকার পায়না, তখন তাদের মধ্যে কষ্ট ও হতাশা আরও বেড়ে যায়। ফলে অনেকেই চিকিৎসা ছেড়ে দিয়ে এটাকে নিয়তি হিসেবে মেনে নিয়ে কষ্টের জীবনযাপন করছেন।
জটিল ব্যথায় পি আর পি কি কার্যকর?
বিভিন্ন Growth Factors এর আধিক্য এবং Anti Inflammatory Effects এর কারণে পুরাতন ও জটিল ব্যথার রুগিদের জন্য বিভিন্ন তথ্য উপাত্ত ও গবেষণার আলোকে পি আর পি থেরাপি এখন আশার আলো।
জটিল ব্যথা ও পিআরপি ফিডব্যক: বহু বছরের অভিজ্ঞতা ও রুগিদের সুস্থতার ফিডব্যাক থেকে বলছি, জটিল নতুন পুরাতন ব্যথার সঠিক কারণ নির্ণয় করে পর্যাপ্ত ঘনত্বের পিউর প্লাটিলেট ও সঠিক ডোজের পিআরপি(প্লাটিলেট রিচ প্লাজমা) থেরাপি প্রয়োগ করে খুব দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব । পাশাপাশি স্বাস্থ্যকর জীবন যাত্রার সাথে (ওষুধ, ফিজিওথেরাপি) চিকিৎসার সংযোগ অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়।
এইচএ