পাকিস্তান দলে প্রায় ১০ মাস পর ফিরেছিলেন বড় প্রত্যাশা নিয়ে। তবে প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলোেন বাবর আজম। শুধু ব্যর্থতাই নয়; সঙ্গে উঠে এল এক অপ্রত্যাশিত ও লজ্জার রেকর্ডও।
ত্রিদেশীয় সিরিজের টি–টোয়েন্টিতে গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৭ রানে হারে পাকিস্তান। দলকে ব্যাটিংয়ে ভালো শুরু এনে দিতে নেমেছিলেন বাবর, কিন্তু মাত্র দুই বল টিকে শূন্য রানে দুশমন্ত চামিরার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।
এই শূন্য রানে আউট হওয়ায় আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাবরের ১০ম ‘ডাক’, যা তাকে পাকিস্তানের হয়ে এ সংস্করণে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে নিয়ে গেছে। সমান ১০ বার করে শূন্য রানে আউট হয়েছেন সাইম আইয়ুব ও উমর আকমল।
১৩৫ ম্যাচে ১২৮ ইনিংস খেলা বাবর গড়ে প্রায় ১৩ ইনিংস পরপর একবার শূন্য রানে আউট হচ্ছেন। অন্যদিকে সাইম আইয়ুব মাত্র ৫৩ ইনিংসে এবং উমর আকমল ৭৯ ইনিংসে ১০ বার করে ডাক মেরেছেন। দেশটির সাবেক তারকা শহিদ আফ্রিদি আছেন তালিকার দুই নম্বরে। ৮ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন, বাবর আজম ১০ বার, সাইম আইয়ুব ১০, উমর আকমল ১০, শহিদ আফ্রিদি ৮, কামরান আকমল ৭, মোহাম্মদ হাফিজ ৭ ও মোহাম্মদ নাওয়াজ ৭ বার।
আরডি