এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঝুঁকিপূর্ণ ঝাউগাছ কাটায় স্বস্তি ও উদ্বেগ, নতুন বনায়নের দাবি স্থানীয়দের

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

    ঝুঁকিপূর্ণ ঝাউগাছ কাটায় স্বস্তি ও উদ্বেগ, নতুন বনায়নের দাবি স্থানীয়দের

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে দীর্ঘদিন ধরে হেলে থাকা ও ভেঙে পড়ার ঝুঁকিতে থাকা ঝাউগাছগুলো কেটে ফেলা হচ্ছে। আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে বনবিভাগ ওপেন টেন্ডারের মাধ্যমে এসব গাছ অপসারণ শুরু করেছে। এতে স্বস্তি প্রকাশ করছেন ব্যবসায়ী ও পর্যটকেরা। তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত নতুন করে বনায়নের দাবি জানিয়েছে স্থানীয়রা।

    শুক্রবার(২৮ নভেম্বর) বিকেলে পারকি সৈকতজুড়ে ঘুরে দেখা যায়—সমুদ্রের ঢেউয়ের তীব্রতা, জোয়ারের পানি ও দীর্ঘদিনের ক্ষয়ের ফলে বহু ঝাউগাছের নিচ থেকে মাটি সরে গেছে। অনেক গাছ হেলে পড়ায় পর্যটকেরা নিরাপত্তাহীনতায় ভুগতেন। দুর্ঘটনার আশঙ্কা এড়াতেই বনবিভাগ এসব গাছ কাটার সিদ্ধান্ত নেয়।

    বনবিভাগ সূত্র জানায়, ১৯৯৩ সাল থেকে বিভিন্ন দফায় পারকি সৈকতে ঝাউগাছ রোপণ করা হয়। কিন্তু প্রতি বছর ভাঙন ও ক্ষয়ের কারণে বহু গাছ অচল হয়ে পড়ে। গত ২১ সেপ্টেম্বর ওপেন টেন্ডারের মাধ্যমে ৫১টি ঝুঁকিপূর্ণ ও হেলে পড়া গাছ কাটার অনুমতি দেওয়া হয়। বর্তমানে এরই অংশ হিসেবে অপসারণের কাজ চলছে।

    পারকি বিচ ব্যবসায়ী কমিটির সভাপতি মো. কাশেম বলেন, ‘গাছগুলো হেলে পড়ে ছিল। ব্যবসায়ীরা টেবিল বসাতে পারত না, পর্যটকেরা হাঁটতেও ভয় পেত। ঝোড়ো বাতাসে গাছ দোকানে ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। এখন গাছ কাটায় ব্যবসা ও নিরাপত্তাজনিত সমস্যার সমাধান হবে।’

    পর্যটকেরাও মনে করছেন, দীর্ঘদিনের ঝুঁকি দূর হলে সৈকতটি আরও আকর্ষণীয় হবে। সুমাইয়া নামের এক পর্যটক বলেন, ‘গাছগুলো হেলে পড়ে বিচের সৌন্দর্য নষ্ট করছিল। কেটে ফেলার ফলে জায়গা গুছিয়ে গেছে। তবে যদি নতুন করে গাছ লাগানো হয়, তাহলে আগের সৌন্দর্য ফিরে আসবে।’

    পরিবেশকর্মী রিতু পারভী গাছ কাটার বিষয়ে সতর্ক করে বলেন, ‘ঝুঁকিপূর্ণ গাছ কাটতেই হবে, এটা ঠিক। কিন্তু পারকি সৈকতের পরিবেশ টিকিয়ে রাখতে দ্রুত বনায়ন জরুরি। এসব জায়গা ফাঁকা থাকলে ক্ষয় আরও বাড়বে।’

    বনবিভাগের বন্দর বিট অফিসার মামুন মিয়া বলেন, ‘ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে ওপেন টেন্ডারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ গাছগুলো কাটা হচ্ছে। যেখানে মাটি নেই সেখানে নতুন গাছ লাগানো সম্ভব নয়; তবে যেসব স্থানে মাটি রয়েছে, সেসব জায়গায় বনায়নের উদ্যোগ নেওয়া হবে।’

    এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমি অবগত নই। পারকির রাস্তার অবশিষ্টাংশের কাজ ২/১ দিনের মধ্যে শুরু হবে, তাই আপাতত নতুন কোনো কাজ আমরা হাতে নিচ্ছি না। তবে খুব শিগগিরই পারকিতে পর্যটকদের জন্য একটি বিশ্রামাগার নির্মাণের কাজ শুরু হবে।’

    পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাহিদুর রহমানের মন্তব্য জানতে চাইলে তাকে মুঠোফোনে ও বার্তা পাঠিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…