কুমিল্লার হোমনায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসার ছাত্র সাজিদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হোমনা-মুরাদনগর রোডে উপজেলার কৃষ্ণপুর মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজিদ উপজেলার ভাষানিয়া ইউনিয়নের দড়িভাষানিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে এবং নালাদক্ষিন মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র। এ ঘটনায় পথচারীদের সহায়তায় ঘারমোড়া বাজার থেকে ট্রাক ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
পথচারী সূত্রে জানা যায়, সাজিদ সাইকেল চালিয়ে শ্রীপুর-কৃষ্ণপুর ব্রিজ থেকে বাড়ির দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিলিন্ডার গ্যাসবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার এসআই জীবন বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কৃষ্ণপুর ব্রিজ এলাকার সড়কটিতে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও দোষী চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এনআই