দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে মানসিক ভারসাম্যহীন এক নারীর জন্ম দেওয়া কন্যাশিশুকে দত্তক নিয়েছে ইকবাল হোসেন ও তার স্ত্রী ছাবিনা আকতার লীজা। শিশুটি জন্মের ১৮ দিনের মাথায় সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে নতুন পরিবারে যোগ দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নভেম্বর গভীর রাতে শিশুটি জন্মগ্রহণ করার পর মা হাসপাতাল থেকে পালিয়ে যান। শিশুটিকে প্রথমে স্থানীয় নারীরা এবং পরে আমেনা বেগম হেফাজতে নেন। পরে সমাজ সেবা অফিস শিশু প্রতিপালনের জন্য ছয়টি পরিবারের মধ্যে একটি পরিবার নির্বাচন করে।
নির্বাচিত পরিবার শিশুটির নামে ১০ লাখ টাকার ২২ শতক জমি রেজিস্ট্রি করেছে এবং একটি ডিপোজিটের অঙ্গীকার করেছে। নবজাতকের নাম রাখা হয়েছে ফাতেমা জান্নাত তুবা। ইকবাল হোসেন ও ছাবিনা আকতার লীজা বলেন, “আমাদের দুটি পুত্র সন্তান রয়েছে। আল্লাহ তায়ালা আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত কন্যা সন্তানের আশা পূরণ করেছেন।”
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এবং সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল শিশুটিকে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এনআই