এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফরিদপুর-১ আসনে সাবেক ছাত্রদল নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:১১ এএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:১১ এএম

    ফরিদপুর-১ আসনে সাবেক ছাত্রদল নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:১১ এএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রাজ্জাক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং রাজ্জাক জুট মিলের স্বত্বাধিকারী, ব্যবসায়ী মো. আবুল বাশার খান। মধুখালী উপজেলার বাসিন্দা ও বিএনপি ঘরানার হিসেবে পরিচিত এই ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করার মাধ্যমে এই আসনে নির্বাচনের আগে নতুন আলোচনার জন্ম দিলেন।

    শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টায় নিজ গ্রাম আশাপুরে তিন উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও তিনিই প্রথম ব্যক্তি যিনি এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দিলেন।

    ​মতবিনিময় সভায় মো. আবুল বাশার খান বলেন, 'নির্বাচন আর বেশি দূরে নয়। আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় ভোট অনুষ্ঠিত হতে পারে।' তিনি জানান, ছোটবেলা থেকেই জনপথের নেতৃত্ব নেওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন পূরণ এবং এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

    ​মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বাশার খান নিজের পরিচয় তুলে ধরে বলেন, ‘জীবনের শুরুতেই কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং সেই সময়ে জামালপুর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করি। মানুষের সুখে–দুঃখে পাশে থাকার অভ্যাস তখন থেকেই গড়ে ওঠে।’

    ​​নির্বাচনে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘এলাকার রাজনৈতিক শূন্যতা ও মানুষের অসহায়ত্ব আমাকে গভীরভাবে ভাবিয়েছে। “এলাকার নির্যাতিত–নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াতেই” নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে আমার প্রধান অঙ্গীকার হবে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান নেওয়া।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…