মুন্সিগঞ্জ শহরে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হচ্ছেন- আকবর মিয়া (২৩) ও মো. এমরান প্রধান রনি (২০)। শুক্রবার দিনগত রাতে শহরের খালইষ্ট এলাকা সংলগ্ন জুবলী রোডে অভিযান চালিয়ে সমুদয় ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, ওইদিন দিনগত রাত সাড়ে ১০ টার দিকে জুবলী রোডের একটি পাখির দোকানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের টিম।
এ সময় দুই তরুণকে আটক করে তাদের শরীর তল্লাসি করে সমুদয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইখা