লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মহেন্দ্রনগর এলাকার বিশ্ব সারগোডাউন সংলগ্ন রাস্তাটি সড়ক দুর্ঘটনার কারণে গত একসপ্তাহ ধরে বন্ধ থাকার পরেও লালমনিরহাট জেলা প্রশাসন কোনরকম ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন জেলার লালমনিরহাটের সর্বস্তরের জনগণ।
২৯ নভেম্বর ( শনিবার) সকাল ১০ টায় লালমনিরহাটের মিশনমোড়ে জেলার সর্বস্তরের জনগণের ব্যনারে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বক্তারা বলেন, ‘চলতি মাসের ২৪ তারিখে একটি পণ্যবাহী ট্রাক ওই স্থানের নির্মাণাধীন সড়ক সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে ওই সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে। ফলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে জনদুর্ভোগে পড়েছেন জেলার মানুষ। তাই বিকল্প উপায়ে যানবাহন চলাচলের দাবিতে এ অবস্থান কর্মসূচি।’
কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের মানুষজন অংশ নেন। অবিলম্বে বিকল্প সড়ক চালু না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
ইখা