এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সৈয়দ নজরুল মেডিকেলে নার্সদের অবহেলায় আবারও রোগীর মৃত্যুর অভিযোগ!

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

    সৈয়দ নজরুল মেডিকেলে নার্সদের অবহেলায় আবারও রোগীর মৃত্যুর অভিযোগ!

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

    কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের চিকিৎসার অবহেলায় মোঃ মাহতাব (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

    শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পূর্ব জিনারাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

    নিহতের পরিবারের স্বজনরা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় মাহতাব। পরে পরিবারের লোকজন মাহতাবকে চিকিৎসা নিতে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে ভর্তি হন মোঃ মাহতাব। তবে ভর্তি করার পর প্রয়োজনীয় ঔষধ এনে দেওয়ার পরও দায়িত্বে থাকা নার্সরা কোনো চিকিৎসা দেননি। কয়েকবার ডাকাডাকির পরও নার্সরা রোগীর কাছে না আসায় কিছুক্ষণ পরই মাহতাবের মৃত্যু হয়। ঘটনার পর দায়িত্বে থাকা নার্স টুম্পা রানী সিং ও রুমা আক্তার ওয়ার্ড ছেড়ে পালিয়ে যায়। ডিউটি খাতা পর্যালোচনা করেও তাদের অনুপস্থিতির প্রমাণ পাওয়া যায়।

    এদিকে মাহতাব মৃত্যুর খবরে তাদের আত্মীয়রা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তারা বিক্ষোভও করেন। এতে হাসপাতালসহ আশপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

    নিহতের ছেলে রাসেল অভিযোগ করে বলেন, নার্সদের গাফিলতির বিষয়ে ডিউটিরত চিকিৎসককে অবগত করতে গেলে তিনি উল্টো তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে কয়েকজন মেডিকেল শিক্ষার্থী এসে স্বজনদের আটকে রাখা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং মারধরের চেষ্টা চালায় বলেও অভিযোগ রয়েছে। আমরা চিকিৎসকের কাছে ভালো হওয়ার জন্য রোগী নিয়ে আসলে লায় ফিরতে হয়, এটি দুর্ভাগ্যজনক। কিছুদিন আগেও এমন ঘটনা ঘটেছে। এভাবে তো একটি হাসপাতাল চলতে পারে না।

    ঘটনার বিষয়ে কথা বলতে চাইলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয় ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

    কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, নার্সদের চিকিৎসার অবহেলায় রুগীর মৃত্যুর খবর পেয়ে মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। তারা গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাইফুল ইসলামের সঙ্গে ফোনে কথা হলে তিনি মোঃ মাহতাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা বিষয়টি নিয়ে কর্তব্যরত ডাক্তার ও রোগীর স্বজনদের সাথে কথা বলতেছি। এখন তেমন কিছু বলতে পারছি না। তাদের সকলের কথা শুনে পরে বিস্তারিত বলতে পারবো।

    উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। ওই সময় কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার ফালু মিয়ার ছেলে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মনিরুজ্জামান মল্লিক (৩২) মারা যান। অপরদিকে খাদ্য নালিতে ছিদ্র থাকায় ব্যথাজনিত কারণে চিকিৎসা নিতে যাওয়া নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে জহিরুল (২২) মারা যান। সে সময় ভুল ইঞ্জেকশন পুশ করে রোগীর মৃত্যুর ঘটনায় সিনিয়র স্টাফ নার্স নাদিরা আক্তারকে প্রত্যাহার করা হয়। এছাড়াও গত ১০ ফেব্রুয়ারি কর্তব্যরত সিনিয়র নার্স আয়েশা ছিদ্দিকা বিনয় সেনকে ইঞ্জেকশন পুশ করেন। ইনজেকশন পুশের ২ থেকে ৩ মিনিটের মধ্যে বিনয় সেন মারা যান। নিহত বিনয় সেন কিশোরগঞ্জ পৌর শহরের সতাল এলাকার মৃত নয়ন সেনের ছেলে। কিছুদিন পর পর এমন ঘটনার কারণে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা আতঙ্কে রয়েছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…