পঞ্চগড়ের দেবীগঞ্জে আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করায় নাছির উদ্দিন নামে এক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তৌহিদি জনতা।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পৌর সদরের বিজয় চত্বরে দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াসিস আলমের সঞ্চালনায় সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ মোমিনুল ইসলাম, মোঃ জিহাদ, মোঃ বেলাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এই শান্তিপূর্ণ মানবন্ধনের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমরা শান্তি প্রিয় তৌহিদী জনতা। আমাদের অশান্ত করতে বাধ্য করবেন না। দন্ডপাল ইউনিয়নের সুপারিতলা এলাকার কুলাঙ্গার নাসির উদ্দীন ফেসবুকে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। আমরা তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছি, প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। দুঃখের সাথে বলতে হয় আল্লাহ তায়ালাকে কটূক্তি করার পরও এখনো পুলিশ তাকে গ্ৰেপ্তার করে নাই।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করা নাসির উদ্দিন নামের সেই যুবকের বিরুদ্ধে এলাকার ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও মুসল্লিরা থানায় অভিযোগ দিতে গেলে ওসি সাহেব বিএনপির এক নেতার সাথে আপোষ করতে বলেন, মিউচুয়াল করে নিতে বলেন। দেবীগঞ্জ থানার ওসি কী বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছেন ? প্রশাসনের কাছে বলতে চাই এটা কোন রাজনৈতিক বিষয় না যে রাজনৈতিক নেতা ফয়সালা দিবে। যদি দ্রুত কুলাঙ্গার নাসিরকে গ্ৰেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয় তাহলে তৌহিদী জনতা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, গতকাল ঐ এলাকার মুসল্লিরা থানায় এসেছিলেন। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা খোঁজ খবর নিয়েছি বর্তমানে সেই যুবক এলাকায় নেই। এ বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টের কমেন্টে গিয়ে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করে নাসির উদ্দিন লিখেন "তোমার আল্লাহ কি কানে শুনেনা নাকি চোখে দেখেনা? যে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করল তার বিচার কি আল্লাহ করতে পারবে না? নাকি এ দায়িত্ব তোমাদের মত মোল্লাদেরকে দিয়ে দিয়েছে আল্লাহ?" তার করা কমেন্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের ক্ষোভের সৃষ্টি হয় এবং গতকাল (শুক্রবার) দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
এসআর