চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়ায় আজকের দ্বৈরথ হয়ে উঠেছে সিরিজ বাঁচানোর লড়াই। সেই ম্যাচে অবশ্য টসে হেরে ফিল্ডিং পেয়েছেন অধিনায়ক লিটন দাস।
বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক প্রস্তুতি সিরিজ হওয়ায় ম্যাচটির গুরুত্ব ছিলই, তবে উদ্বোধনী ম্যাচের ব্যর্থতা চাপ আরও বাড়িয়েছে লিটনদের ওপর। ঘরের মাঠে সাম্প্রতিক ফরমও আশাপ্রদ নয়—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তাই আয়ারল্যান্ডের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে আজ জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।
আয়ারল্যান্ড অবশ্য প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। টেস্ট সিরিজে লড়াই করে হারলেও টি-টোয়েন্টিতে ছন্দ খুঁজে পাচ্ছে তারা। উপমহাদেশীয় কন্ডিশনে খাপ খাইয়ে নেওয়ার মিশনটিও তাদের এগিয়ে চলছে ধারাবাহিকভাবে।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আয়ারল্যান্ড একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), বেন কালির্টজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল।
এমআর-২