বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এছাড়াও তিনি বলেন, “বেগম খালেদা জিয়া প্রমাণ করছেন, তিনিই আমাদের গণতন্ত্রের ‘মানসকন্যা’। তিনিই দেশের গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছেন। তার অবদান যুগযুগ ধরে গণতন্ত্রকামী মানুষকে মনে রাখতে হবে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে স্বৈরাচার হাসিনা জেলে রেখেছেন। তাঁকে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ তাঁকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর রহমতে ও সকলের দোয়ায় সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। তিনিই আমাদের ঐক্যের প্রতীক।”
শনিবার (২৯ নভেম্বর) সকালে নোয়াখালী-০৪ আসনে (সদর–সুবর্ণচর) বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন।
এ সময় উপস্থিত সবাই মিলে বেগম খালেদা জিয়ার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
মোহাম্মদ শাহজাহান বলেন, “স্বৈরাচারের অচলায়তন ভেঙে মুক্ত ও গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় দেশ। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অটল ও অবিচল থেকে ’২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। দল থেকে মনোনয়ন পাওয়ার পর দেশের উন্নয়ন নিয়ে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আমি আমার আসন নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। নোয়াখালীর মানুষের প্রধান দাবি—নোয়াখালী বিভাগ; আমরা ইতোমধ্যে সেটি নিয়ে কাজ করছি। এছাড়াও নির্বাচনী এলাকার অবকাঠামো, সড়ক, জলাবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল আধুনিকায়ন, আধুনিক বর্জ্যব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব, রেললাইনসহ বিভিন্ন বিষয়ে কাজ করার পরিকল্পনা করেছি।” পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আবদুর রহমান। এছাড়াও জেলার সদর ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনআই