এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ছয় লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ‘ব্লকেড’ কাল

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

    ছয় লেনের দাবিতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ‘ব্লকেড’ কাল

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

    চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দ্রুততম সময়ে ছয় লেনে উন্নীত করার দাবিতে আগামীকাল রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ‘চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’।

    “মরণফাঁদ মহাসড়ক” হিসেবে বহুদিন ধরে চিহ্নিত এই পথটিতে প্রতিদিনের দুর্ঘটনা, স্থায়ী যানজট এবং জনদুর্ভোগ চরমে ওঠায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা থেকে স্থানীয় জনপ্রতিনিধি—সবাই এবার এক কাতারে দাঁড়িয়েছেন।

    এ কর্মসূচিকে সফল করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যদের নিয়ে আলোচনা ও পরামর্শসভা অনুষ্ঠিত হয়।

    সভায় বক্তারা দীর্ঘদিন ধরে মহাসড়কের ভয়াবহ যানজট, দুর্ঘটনা বৃদ্ধি ও অবকাঠামোগত সংকটের চিত্র তুলে ধরে দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

    বক্তারা বলেন, “এই মহাসড়ক দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ তিন জেলার কোটি মানুষের জীবনরেখা। কিন্তু বছরের পর বছর ধরে এটি মৃত্যু–ফাঁদে পরিণত হয়েছে। হাজারো প্রাণহানি, অসংখ্য পরিবার নিঃস্ব—তারপরও উন্নয়ন কার্যক্রমের গতি নেই। এবার দক্ষিণ চট্টলার মানুষ ন্যায্য দাবির জন্য শান্তিপূর্ণভাবে রাস্তায় নামছেন।”

    বক্তাদের অভিযোগ, প্রকল্প অনুমোদন পর্যায়ে ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক পরিবর্তন, প্রশাসনিক ধীরগতি ও টেন্ডার জটিলতার কারণে এটি সামনে এগোয়নি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্মারকলিপি, মানববন্ধন, পথসভা, স্মরণিকা প্রদান—সবই করা হয়েছে; তবুও সাড়া নেই।

    সুশীল সমাজের প্রতিনিধি জাবেদ বলেন, “এটা শুধু সড়ক উন্নয়ন নয়—এটা দক্ষিণ চট্টগ্রামের বাঁচা–মরার প্রশ্ন। আমরা আর অপেক্ষা করতে রাজি নই। এবার শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে দক্ষিণ চট্টগ্রামের দাবি শক্তভাবে জানাতেই ব্লকেড।”

    আন্দোলনকারীরা রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকা সাতকানিয়ার কেরানীহাট, লোহাগাড়ার আমিরাবাদ এবং চকরিয়ার মাতামুহুরি ব্রিজ এলাকায় অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।

    মানবিক বিবেচনায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদেশগামী যাত্রীবাহী (এয়ারপোর্টমুখী) গাড়ি, পরীক্ষার্থী, চিকিৎসা–সংক্রান্ত সেবা প্রদানকারী গাড়ি এবং অন্যান্য জরুরি সরকারি সেবার যানবাহন ব্লকেডের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

    আন্দোলনকারীদের পক্ষে তামিম মির্জা বলেন, “দ্রুত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক সংস্কার করে ছয় লেন করতে হবে। ফিটনেসহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে; নাহলে মহাসড়কে দুর্ঘটনা কমবে না।”

    তিনি আরও বলেন, “নাগরিকের রক্ত মাটিতে পড়ছে, মানুষ মরছে—তারপরও বছরের পর বছর শুধু আশ্বাস, আশ্বাস। এবার দৃশ্যমান পদক্ষেপ চাই।”

    এদিকে কেরানীহাট, লোহাগাড়া ও চকরিয়া এলাকায় ব্লকেডকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। বেশিরভাগ মানুষই এই আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন।

    এক কলেজ শিক্ষার্থী বলেন, “প্রতিদিন কলেজে যেতে ২০ মিনিটের পথ ১ ঘণ্টা লাগে। রাস্তায় উঠলে ভয় লাগে—ফিরব তো? এই সড়ক উন্নয়ন খুব জরুরি।”

    এক স্থানীয় ট্রাকচালক বলেন, “আমরা তো দুর্ঘটনা দেখতেই দেখতে বড় হয়েছি। রাস্তাটা প্রশস্ত না করলে এই অবস্থা যাবে না। ব্লকেড হলে আমরা সাপোর্ট করি।”

    কেরানীহাট ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হামিদ বলেন, “হ্যাঁ, একদিনের ব্লকেডে ব্যবসায়ে কিছু ক্ষতি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে উন্নত মহাসড়ক হলে প্রতিদিনের ক্ষতি বন্ধ হবে। এই দাবি আমাদের ন্যায্য দাবি।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে ঘোষিত ব্লকেড কর্মসূচি যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে, সে বিষয়টি বিবেচনায় রেখেই প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছে। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আশ্বাস দিয়েছেন। প্রশাসন পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…