এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও প্রবল বর্ষণে মৃত বেড়ে ১৭৬, জরুরি অবস্থা জারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

    শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও প্রবল বর্ষণে মৃত বেড়ে ১৭৬, জরুরি অবস্থা জারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

    সাইক্লোন ‘ডিটওয়াহ’-র ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও প্রবল বর্ষণে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আর নিখোঁজ রয়েছেন আরও ১৭৬ জন। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটি। একইসঙ্গে দুর্যোগকালীন এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থাও জারি করেছেন লঙ্কান প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিসানায়েকে। খবর আল জাজিরার ও দ্য হিন্দুর।

    শনিবার (২৯ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এই দুর্যোগে প্রায় ১৫ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং প্রায় ৪৪ হাজার মানুষকে আশ্রয় নিতে হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। জানা যায়, শনিবার ডিটওয়াহ ভারতের উত্তরাঞ্চলের দিকে সরে গেছে। তবুও শ্রীলঙ্কায় এর তাণ্ডব থামেনি। এদিন রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দূরের জেলা ক্যান্ডিতে নতুন করে ভূমিধসের ঘটনা ঘটে। সেখানে পানির নিচে চলে গেছে প্রধান সড়কের বেশ কয়েকটি অংশ।

    ডিএমসি মহাপরিচালক সম্পথ কটুওয়েগোডা জানান, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর হাজারো সদস্যকে মাঠে নামানো হয়েছে, যার ফলে ত্রাণ তৎপরতা আরও জোরদার হয়েছে।

    শ্রীলঙ্কা রেড ক্রস সোসাইটির মহাসচিব মাহেশ গুনাসেকারা জানিয়েছেন, বহু মানুষ এখনো বন্যাকবলিত বিভিন্ন এলাকায় আটকে আছেন এবং তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। তিনি বলেন, ‘ত্রাণের চাহিদা বাড়ছে। পানি ক্রমাগত বাড়ছে। ঝড়টি ধীরে ধীরে সরে গেলেও আমাদের দুর্ভোগ এখনো কাটেনি।’

    বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কলম্বো থেকে ভারত মহাসাগরে প্রবাহিত কেলানি নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় নদী উপচে পড়লে শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয় বলে জানায় ডিএমসি।

    এদিকে প্রবল এই দুর্যোগের মুখে শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিদেশে থাকা শ্রীলঙ্কানদেরও নগদ সহায়তা পাঠানোর অনুরোধ করেছে। সরকারি এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে তাদের সরকারগুলোর সহায়তা চেয়েছেন।

    ইতোমধ্যে প্রতিবেশী ভারত দুটি বিমানে করে ত্রাণসামগ্রী পাঠিয়েছে। পাশাপাশি আগে থেকেই কলম্বোয় অবস্থানরত ভারতীয় একটি যুদ্ধজাহাজ তার মজুত রসদ ক্ষতিগ্রস্তদের মাঝে বিলিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…