রাজবাড়ীর পাংশায় দোজালি গুড় কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ খাদ্য পণ্য জব্দ করা হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের মোঃ মহসিন হাসানের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাংশা উপজেলার কাচারি পাড়া গ্রামের কামরুল হাসান কামুর দোজালি কারখানায় চিনি, পুরাতন পচা গুড়, ফিটকারী এবং নিষিদ্ধ হাইড্রোজ মিশিয়ে গুড় উৎপাদন করা হচ্ছে তা ধরা পড়ে। কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর পাওয়া গেছে, এবং কাঁচামালের গুদামে ফিটকিরি, ইউরিয়া ও সালফার-ম্যাগনেশিয়াম সার উপস্থিত ছিল।
জব্দকৃত সামগ্রীগুলোর মধ্যে রয়েছে: ১০০ মনের অধিক পচা গুড়, ৩৪ বস্তা চিনি, ১ বস্তা ইউরিয়া , ২০ কেজি সালফার-ম্যাগনেশিয়াম সার, ২০ কেজি হাইড্রোজ, ২০ কেজি ফিটকিরি।
এ সকল অসংগতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩ ও ৩৩ ধারায় রাজবাড়ী বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান, পাংশা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান, বিএফএসএ জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী মোঃ আবু সাইদ আলামিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেন, অফিস স্টাফ শাহীন ইবনে সবুর।
এছাড়া জেলা পুলিশ লাইনস, পাংশা থানা পুলিশ ও জেলা আনসারের চৌকস দলও অভিযানে উপস্থিত ছিলেন।
এনআই