গাজা উপত্যকার খান ইউনুসের বানী সুহাইলা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে গাজার চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৯ নভেম্বর) সকালে আল-ফারাবি স্কুলের নিকটস্থ এলাকায় একদল বেসামরিক মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। এতে দুই ভাই জুমা ও ফাদি তামের আবু আসি নিহত হয়। মৃত্যুর আগে গুরুতর আহত অবস্থায় তাদের খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল।
সূত্রগুলো জানায়, হামলার লক্ষ্যবস্তু করা এলাকা তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে। ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি বাহিনীর পুনঃমোতায়েন সীমারেখা হচ্ছে এই ইয়েলো লাইন।
এর আগে শনিবার সকালে গাজার বিভিন্ন স্থানে স্থল, নৌ ও বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। মেডিকেল সূত্র জানায়, খান ইউনুসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা শহরে ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকার ওপরও ইসরায়েল বিমান হামলা চালায়। এছাড়া দক্ষিণ গাজার রাফাহ শহরের পূর্বাঞ্চলেও আক্রমণ হয়।
২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
হামাসের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি চুক্তি মানার জন্য চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে। তবে সেসব চাপ তোয়াক্কা না করে বারবার চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল।
এবি